প্রকৃত বন্ধুত্ব কখনো হারায় না, বেঁচে থাকে হৃদয়ে

"প্রকৃত বন্ধুত্ব কখনো হারায় না, বেঁচে থাকে হৃদয়ে"



পৃথিবীটা খুব জটিল জায়গা। চারিদিকে মিথ্যের চাদর বিছানো। সত্যটাকে খুঁজে নেয়া খুব কষ্টকর। সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনা, জয়-পরাজয়, আশা-ভালবাসা নিয়ে মানব জীবন। মানব জীবনকে ধন্য করতে সত্য ও সুন্দরের পক্ষে অবস্হান করাই শ্রেয়। আমার অবস্হানও তাই। কিন্তু এই দুঃখ ভারাক্রান্ত পৃথিবীতে সত্যিকার বন্ধু খুঁজে পাওয়া খুবই দুস্কর। উপলব্ধি করার মত মন আর অনুভব করার মত উদার হ্নদয় ক'জনের আছে। বন্ধুত্ব কথাটা খুব ছোট হলেও গভীরতা আকাশ সমান বিশাল। জীবনের প্রত্যেকটি পদক্ষেপে আমরা একা নই। চলার পথে বন্ধুর রাস্তাগুলো বন্ধু ছাড়া চলা প্রায় অসম্ভব। আর বন্ধুহীনা জীবনটা কেমন তা সেই বুঝতে পারে। মানবজীবনটা খুবই ক্ষণস্থায়ী। একটি সুন্দর, স্নিগ্ধ, নির্মল সম্পর্ক গড়ে তোলা খুবই কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ আর এটা ভেঙ্গে ফেলা ক্ষণিকেই যথেষ্ট। কথায় আছে না বিপদে বন্ধুর পরিচয়। সবার জীবনে ভাল বন্ধু মেলে না, তৈরী করে নিতে হয়। তাই শুধু বন্ধু হলেই হবে না, তাকে প্রকৃত বন্ধু হতে হবে। প্রকৃত বন্ধুত্ব কখনো হারায় না, বেঁচে থাকে হৃদয়ে > FRIENDS FOREVER ভাল থাকবেন সকলে। ধন্যবাদ।

No comments

Thanks for Comment

Theme images by quidnunc. Powered by Blogger.