Kobita Monir (কবিতা মনির)
মনির
আপুর মুখে শুনতে পেয়েছি মনির তোমার নাম
জীবন খাচায় তুলে মাচায় তোমায় পুষিতাম।
চোখে মুখে নাহি দেখে জাগে দিপ্তী আশা।
তোমায় পেলে বুকে তুলে দিতাম ভালোবাসা।
তুমি মনির তুমি সবই অমূল্য রতন
মালা গেথে সাথে রাখি সারাক্ষন।
মালা গেথে সাথে রাখি সারাক্ষন।
তোমার হাসি পুষ্প রাশি মধুর মত দিষ্টি
তুমি মনির তুমি সবই বিধাতার এক সৃষ্টি।
তুমি মনির তুমি সবই বিধাতার এক সৃষ্টি।
থাকো সুখে মিষ্টি মুখে বিদায় নিলাম আমি
কাছে এসো ভালোবাস ভুল বুঝনা তুম
কাছে এসো ভালোবাস ভুল বুঝনা তুম
This comment has been removed by the author.
ReplyDeleteNice Blog
ReplyDeleteDriverPack Solution 2022
TECHSMITH CAMTASIA 2020 20.0.12 B26479 FULL + FIX
Euro Truck Simulator 2 All Versions