Kobita Monir (কবিতা মনির)


 Google +

মনির

আপুর মুখে শুনতে পেয়েছি মনির তোমার নাম

জীবন খাচায় তুলে মাচায় তোমায় পুষিতাম। 



চোখে মুখে নাহি দেখে জাগে দিপ্তী আশা।

তোমায় পেলে বুকে তুলে দিতাম ভালোবাসা।


তুমি মনির তুমি সবই অমূল্য রতন

মালা গেথে সাথে রাখি সারাক্ষন।


তোমার হাসি পুষ্প রাশি মধুর মত দিষ্টি

তুমি মনির তুমি সবই বিধাতার এক সৃষ্টি।


থাকো সুখে মিষ্টি মুখে বিদায় নিলাম আমি

কাছে এসো ভালোবাস ভুল বুঝনা তুম





2 comments:

Thanks for Comment

Theme images by quidnunc. Powered by Blogger.