কম্পিউটার শিক্ষার গুরুত্ব এবং কেন শিখবেন কম্পিউটার

 

কম্পিউটার শিখুন স্বাবলম্বী হোন ।
কম্পিউটার শিখতে চাচ্ছেন তবে বুঝে উঠতে পারছেন না, কিভাবে কম্পিউটারের কাজ শুরু করবেন?
তবে আপনার জন্য আমাদের আজকের এই পোস্টটি ।
অনেক সময় আমরা শুনে থাকি, কেউ একজন এসে বলছে আমি কম্পিউটার সব কাজ শিখতে চাই । বেশ ভালো কথা কেউ একজন কম্পিউটারের সব কাজ শিখতে চাচ্ছেন তাকে উৎসাহিৎ করাই উত্তম কাজ ।
তবে, জেনে রাখা ভালো কম্পিউটারের কাজের কোনো শেষ নেই । 😃
এজন্য কম্পিউটারের সব কাজ শিখতে চাওয়ার আগে বেসিক কম্পিউটার সম্পর্কে ধারণা থাকা অতি আবশ্যক । তবে, কারো যদি কম্পিউটার সম্পর্কিত টুকটাক ধারণা থাকে এই যেমনঃ কম্পিউটারের কী- বোর্ড, মাউস, মনিটর, সিপিউ, আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস, কম্পিউটার উইন্ডোজ সেটআপ, ইন্টারনেট ব্রাউজিং, এবং ই-মেইল সহ ইত্যাদি খুটিনাটি বিষয়ে যদি কারো মোটামোটি ধারণা থাকে তবে সে “কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন” অর্থাৎ অফিস কোর্সের কাজ শিখতে পারে ।
অফিস কোর্স শেখার প্রয়োজনীয়তা কী?
বর্তমান বিশ্ব এমনিতেই এখন ভার্চুয়াল কাজের ওপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। তাই কম্পিউটার বিষয়ে মৌলিক জ্ঞান থাকাটা এখন সকলের জন্য আবশ্যক হয়ে পড়েছে। এটা না থাকলে এখন ভালো ভালো ডিগ্রি নিয়েও চাকরি পাওয়া কঠিন হয়ে গেছে। বেশিরভাগ অফিসের কাজেই এখন প্রচলিত খাতা-কলমের বদলে কম্পিউটারের ব্যবহার অনেক বেশি। অটোমেশনের এই যুগে এসে তাই কম্পিউটারের ‘অ আ ক খ’ না জানলে চাকরি পেলেও তাতে কতদিন টিকে থাকতে পারবেন, তা বলা মুশকিল। সব ধরনের চাকরির ক্ষেত্রেই এখন এই কথা প্রযোজ্য। তাই নিজ ব্যাক্তিগত ও চাকরির ক্ষেত্রে যেকোনো কজের ক্ষেত্রেই কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এর কাজ জানা আবশ্যক ।
এছাড়া ইন্টারনেট মার্কেটপ্লেসেও ডাটা এন্টি টাইপিষ্ট, এক্সেল সীটে হিসাব-নিকাশ, ও প্রেজেন্টেশনের তৈরীর মতো কাজের খুব ভালো চাহিদা রয়েছে ।
সুতরাং কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এর কাজ জানা থাকলে সকল দিক থেকেই লাভবান ও আয় করার সম্ভবনা থাকে । এজন্য সবার আগে অফিস কোর্সের কাজ জানা জরুরী ।
আবার যদি এমন হয় কারো অফিস কোর্স সম্পর্কে টুকটাক ধারণা আছে কিন্তু সে অফিস কোর্সের কাজ তেমন করতে আগ্রহী নয় বরং আঁকাআঁকি করতে ভালো লাগে বা ফটো ডিজাইন, এডিটিং বা কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন করতে ইচ্ছুক তবে, সে “গ্রাফিক্স ডিজাইন এর কাজ শিখতে পারেন।

আমাদের কোর্স সমূহ
১ । বেসিক কম্পিউটার
২ । কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন
৩. ইন্টারনেট ব্রাউজিং ও ইমেইল
আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
===========================
আমাদের ঠিকানাঃ চরমহেন্দ্রপুর,কুমারখালী,কুষ্টিয়া।
মোবাইলঃ 01788513651
ই-মেইলঃ monirulmit@gmail.com
আমাদের অনুসরণ করতেঃ
=============================
Facebook : www.facebook.com/eniacctc

কোর্সটিতে এপ্লাই করতে নিচের লিঙ্কে ক্লিক করুন : https://bit.ly/2ZUBVjW

# কারিগরি বোর্ডে পরীক্ষা দেয়ার সুযোগ।
# কোর্স শেষে সার্টিফিকেট প্রদান।

বি:দ্র: সকল বয়স, শ্রেণীর ও পেশার ব্যাক্তিগনের জন্য আলাদা আলাদা ব্যাচ আছে।

#ক্লাসের সময়: সকাল ৯:০০ টা , বিকাল ৩:০০ টা, বিকাল ৫:০০ টা , সন্ধা ৬:৩০ মিঃ এবং চাকরিজীবিদের জন্য রাত ৯:০০ টায় ।

#সাপ্তাহে : ৩দিন ক্লাস, মেয়াদ ৩ মাস।

#যোগাযোগ
ইনিয়াক কম্পিউটার ট্রেনিং সেন্টার
চরমহেন্দ্রপুর নতুন বাজার,কুমারখালি, কুষ্টিয়া।
# 01788513651
#01753545077
ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময় ।
-সকলকে ধন্যবাদ

No comments

Thanks for Comment

Theme images by quidnunc. Powered by Blogger.