Eniac Computer Traning Center (ইনিয়াক কম্পিউটার ট্রেনিং সেন্টার)



মাইক্রোসফট অফিস :

অফিস এপ্লিকেশন এ দক্ষতা বৃদ্ধি করে উপার্জন করতে চান!

ইনিয়াক কম্পিউটার ট্রেনিং সেন্টার দিচ্ছে একই সাথে কম্পিউটারের বেসিক,ইন্টারনেট ব্রাউজিং এবং ইমেইল শেখার সুযোগ!

📌 কোর্সের নাম -
১. মাইক্রোসফট অফিস ওয়ার্ড
২. মাইক্রোসফট এক্সেল
৩. মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন
৪. মাইক্রোসফ্ট ডাটাবেজ
৫. কম্পিউটার বেসিক
৬. ইন্টারনেট ব্রাউজিং ও ই-মেইল
📌 কোর্স ফি - ৩,০০০ টাকা
📌 কোর্সের মেয়াদ - ৩ মাস

💥  কম্পিউটার কেন শিখবেন ?
জীবিকা নির্বাহ করে বেঁচে থাকতে হলে, আজকের দিনে কম্পিউটার শিখতেই হবে। এই কথাটা আর নতুন করে বলবার কিছু নেই। শুধু যে কম্পিউটার সংক্রান্ত কাজ করতে হলেই কম্পিউটার ব্যবহার প্রয়োজন, তা নয়। যে কাজ কম্পিউটার-নির্ভর নয়, সেখানেও কম্পিউটার জানা একটা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হয়। এক জন কর্মীর যদি কি-বোর্ড কী করে চালাতে হয় জানা না থাকে তা হলে সামান্য ই-মেল চেক করা বা তার জবাব দেওয়াই ঝকমারির পর্যায়ে চলে যায়। কম্পিউটারের ব্যবহার এক জন কর্মীর উৎপাদনশীলতা বাড়িয়ে দেয় অনেক গুণ। আসলে কম্পিউটার শিক্ষা হল এটা একটা প্ল্যাটফর্ম, জীবন গড়ে নেওয়ার জন্য যে ট্রেনেই তুমি উঠতে চাও না কেন, এই প্ল্যাটফর্মে তোমায় পৌঁছতেই হবে!

💥  মাইক্রোসফট অফিস ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট  এবং মাইক্রোসফটের ডাটাবেজ কেন শিখবেন?


যে কোন অফিসে চাকরির ক্ষেত্রে আপনাকে এই সফটওয়্যার গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে যদি আপনি এই সফটওয়্যার গুলো সম্পর্কে ধারণা না রাখতে পারেন।
তাহলে আপনি কোন অফিসে কম্পিউটার অপারেটর হিসেবে জব করতে পারবেন না।
মাইক্রোসফট অফিস এপ্লিকেশন এর এ সফটওয়্যারগুলো হচ্ছে বেসিক থেকে শুরু করার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি সফটওয়্যার।
যে সফটওয়্যার গুলোর কাজ জানলে আপনি পরবর্তিতে অনলাইনে কাজ করতে পারবেন এবং ফটো সব এক্সপার্ট হতে পারবেন এবং অনলাইনে ব্লগিংয়ের ক্ষেত্রে আপনার এই অপশনগুলো কাজে দেবে ।
বিভিন্ন বেসিক কিছু কাজের ক্ষেত্রে আমাদের এই মাইক্রোসফ্ট এবং এক্সেল পাওয়ার পয়েন্ট এর টুলগুলো ব্যবহার করা জানা থাকলে আমরা অনেক ক্ষেত্রেই অনেক ধরনের এডভান্স লেভেলের কাজ করতে সুবিধা হবে।
তাই আমি বলব আপনি যদি এই সফটওয়্যার গুলোর কাজ সম্পর্কে না জানেন তাহলে অনলাইনে এসে ইনকাম করা অথবা ব্লগিং করা অথবা অনলাইন থেকে ভালো কিছু এডভান্স লেভেলের কোন বেশি চিন্তাভাবনা না করে
আপনি আগে মাইক্রোসফট অফিস এপ্লিকেশন এর এই সফটওয়্যার গুলো ব্যবহার করা শিখেন তাহলে আপনার মোটামুটি কম্পিউটার সম্বন্ধে ভালো একটা ধারণা হয়ে যাবে দেন পরবর্তীতে আপনি যত এডভান্স লেভেলের কাজ করতে চান খুব সহজেই সেই কাজগুলো করতে পারবেন।

শর্তাবলীঃ
# প্রতিটা ক্লাসের রেকর্ড রাখা হয়, তাই কেউ একদিন অনুপস্থিত থাকলে তাকে ক্লাস পরবর্তী সময়ে রেকর্ড এবং অতিরিক্ত ক্লাস করার সুযোগ দেওয়া হয়। কিন্তু কেউ পুর্ব অনুমতি ছাড়া একটানা দুই সপ্তাহ ক্লাস না করলে তার স্টুডেন্টশীপ সাময়িক ভাবে বরখাস্ত করা হবে।
# প্র্যাকটিস এবং পরীক্ষা গুলোতে অবশ্যই উপস্থিত থাকতে হবে। যদি কোন কারনে উপস্থিত না থাকতে পারেন তাহলে আগের থেকে অবশ্যই দায়িত্বশীলদের জানিয়ে রাখতে হবে।

# ক্লাসের নিয়মাবলী এবং সময় সুচীঃ
ক্লাস সময়ঃ বৃহস্পতি এবং শনিবার - দিন ৯.০০ থেকে রাত ১১.০ পর্যন্ত।
প্র্যাকটিস টাইমঃ মঙ্গলবার। আপনি আপনার সুবিধা অনুযায়ী তিন ঘন্টা পছন্দ করে নিতে পারবেন।
# ক্লাশ গুলো অপলাইনে আমাদের নিজস্ব অফিসে এসে করতে হবে !
চর মহেন্দ্রপুর নতুন বাজার, কুমারখালী, কুষ্টিয়া ৷
কোর্স সময়কালঃ ৩ মাস ক্লাস
ক্লাস শুরুঃ ৫ ই অক্টোবর, ২০২০

কোর্স ফিঃ ৩ হাজার টাকা । [ প্রথমে ১ হাজার টাকা পরিশোধের মাধ্যমে আসন নিশ্চিত করতে পারবেন। বাকী ২ হাজার টাকা ক্লাস শুরু হবার ১৫ দিন পরে পরিশোধ করতে হবে।]
আমাদের কোর্স সংক্রান্ত যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন -
👉 +88 01788513651
👉 +88 01753545077
অথবা যোগাযোগ করুন আমাদের ইনবক্সে
কোর্সটিতে এপ্লাই করতে   Apply Naw  ক্লিক করুন ।

No comments

Thanks for Comment

Theme images by quidnunc. Powered by Blogger.