তৈরি করুন একটি অদৃশ্য ফোল্ডার

তৈরি করুন একটি অদৃশ্য ফোল্ডার


কিভাবে একটি নিউ ফোল্ডার তৈরি করতে হয় সেটা আমরা সবাই জানি । ফোল্ডার তৈরি করে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তাতে রাখি এবং কোন ফোল্ডারে কি ধরনের ডকুমেন্টস আছে তা বুঝার সুবিধার্থে ফোল্ডার এর নাম দিয়ে থাকি । এখন আমরা যদি এমন একটা ফোল্ডার তৈরি করি যেটি কেউ দেখতে পাবে না তাহলে কেমন হয় ! আসুন দেরি না করে একটি অদৃশ্য ফোল্ডার তৈরি করে ফেলি ।

প্রথমে আপনি একটি New Folder তৈরি করুন, যখন New Folder লিখাটি নীল রং এ সিলেক্ট করা থাকবে তখন keyboard এর ডান পাশের Alt চেপে ধরে 0160 চাপুন, এবার Alt key থেকে আঙুল সরিয়ে নিন এবং Enter এ ক্লিক করুন। এবার দেখুন একটি নাম ছাড়া ফোল্ডার তৈরি হয়েছে । এখন এই নাম ছাড়া Folder এ mouse এর right buttome ক্লিক করে Properties এ যান, তারপর customize > change icon এ ক্লিক করুন, তারপর icon window থেকে একটি blank icon সিলেক্ট করুন এবং ok তে ক্লিক করুন। এবার দেখুন আপনি একটি অদৃশ্য Folder তৈরি করেছেন।
MD. Monirul Islam.
Bsc in Computer science and engineering. PTU india

No comments

Thanks for Comment

Theme images by quidnunc. Powered by Blogger.