“শুভ জন্ম দিন” Happy Birthday





জন্মে আগে রাত্রি ছিল
ভবে এসে পেলাম আলো,
সুর উঠাতে বাজবে বিন
শুভ জন্ম দিন,
তোমার শুভ জন্ম দিন।



সারা বছর ঘুরে এলো মাসের একটা দিন
আনন্দে হাসবো মোরা তোমার জন্ম দিন,
কেক কাটবো মোম জ্বালাবো ফু দিয়ে নিভে দিব 
আসবে রে সেই দিন,
শুভ জন্ম দিন
তোমার শুভ জন্ম দিন।



বন্ধু হয়ে আসবে সবাই দিবে কত মান
আমি শুধু দিব তোমায় জন্ম দিনের  গান।
বন্ধু তোমায় দেবার মত আর তো কিছু নাই
আছে শুধু ভালোবাসা দিলাম আমি তাই।







No comments

Thanks for Comment

Theme images by quidnunc. Powered by Blogger.